ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অনিশ্চিত : গার্ডিয়ান


প্রকাশিত: ০৭:৫৮ এএম, ০৯ নভেম্বর ২০১৬

সব বিতর্ক-সমালোচনাকে তুরি মেড়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ব্রিটেনের প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বলছে, প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়; অনিশ্চিত ভবিষ্যতের মুখে যুক্তরাষ্ট্র।

রিপাবলিকান দলীয় এই প্রার্থী ৫৩৮ ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে এখন পর্যন্ত ২৭৬ টি পেয়েছেন; অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্রেট দলীয় হিলারি ক্লিনটন পেয়েছেন ২১৮টি। এদিকে, বেসরকারি ফলে ট্রাম্প এগিয়ে থাকায় ফোন করে অভিনন্দন জানিয়েছেন হিলারি ক্লিনটন।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।