প্রেসিডেন্ট হতে ট্রাম্পের প্রয়োজন আর ৬ ভোট


প্রকাশিত: ০৬:৪৬ এএম, ০৯ নভেম্বর ২০১৬

প্রেসিডেন্ট হতে ট্রাম্পের আর মাত্র ছয়টি ভোট প্রয়োজন। এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ২৬৪ ভোট। আর হিলারি পেয়েছেন ২১৮ ভোট। আর মাত্র ছয় ভোট পেলেই পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হবেন ট্রাম্প। অপরদিকে, হিলারির প্রয়োজন আরো ৫৫টি ভোট। তার মানে বোঝাই যাচ্ছে হোয়াইট হাউজের একেবারেই কাছাকাছি রয়েছেন ট্রাম্প। আর হিলারির জয়ের সম্ভাবনা একেবারেই ক্ষীণ।

এখন পর্যন্ত ২৮টি অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন ট্রাম্প। অপরদিকে হিলারি জয়ী হয়েছেন ১৮টি অঙ্গরাজ্যে। বেশ কয়েকটি রাজ্যের ফলাফল এখনও প্রকাশ করা হয়নি।

এদিকে সুইং স্ট্যাটের বেশিরভাগেই এগিয়ে থেকে হিলারিকে পেছনে ফেলতে সক্ষম হয়েছেন ট্রাম্প। এ মুহূর্তে ট্রাম্পেরই প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।