ডোনাল্ড ট্রাম্প এগিয়ে থাকায় এশিয়ার শেয়ারবাজারে ধস


প্রকাশিত: ০৬:৩৮ এএম, ০৯ নভেম্বর ২০১৬

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী ফলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এগিয়ে থাকায় এশিয়ার শেয়ারবাজারে ধস নেমেছে। খবর বিবিসি।

সকাল থেকে এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতে ধস নামতে শুরু করেছে। কমেছে ডলারের বিপরীতে মুদ্রার মান।

বিবিসি বলছে, এশিয়ার ব্যবসায়ীরা আশা করেছিলেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন নির্বাচনে জয়ী হবেন। তবে নির্বাচনী ফলাফলে ছন্দ পতনের পর বাজার ঘুরে দাঁড়ায়। জাপানের নিকি ২২৫ এর সূচক ৫.২% হংকং এর হ্যাংগ স্যাঙ্গের ৩.৮% এবং সাংহাইয়ে কম্পোসিটের সুচক ১.৬% এবং কোরিয়ার কস্পিতে ৩.১% শতাংশ কমেছে।

বিবিসির খবর অনুযায়ী, নির্বাচনের ফলাফলের প্রভাবে বুধবার যুক্তরাষ্ট্রের ডো জোন্স ইন্ডেক্স ৪% বা ৮০০ পয়েন্ট কমতে পারে।

ডলারের বিপরীতে ম্যাক্সিকান মুদ্রা পাসোর মান এ যাবৎকালের সর্বনিম্নে এসে ঠেকেছে।

এআর/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।