কান্নায় ভেঙে পড়ছেন হিলারির সমর্থকেরা


প্রকাশিত: ০৬:৩৬ এএম, ০৯ নভেম্বর ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জয় যে হিলারির হচ্ছে না, তা প্রায় নিশ্চিত। ইলেক্টোরাল ভোটের ফলে তেমনটিই জানা যাচ্ছে। তবে সবারই বিশ্বাস ছিলো হিলারি ক্লিনটনই জিতবেন। কারণ, হিলারির সমর্থকের সংখ্যাই ছিল বেশি। ধারণা করা হয়, যারা হিলারিকে পছন্দ করেন না, তারাও ভোট দেবেন হিলারিকে। কারণ, বিতর্কিত বক্তব্য নিয়ে শুধু আমেরিকাই নয়, বিশ্ববাসীর ঘৃণা কুড়িয়েছেন ট্রাম্প।

কিন্তু নির্বাচনের ফল ঘোষণার সময় দেখা যাচ্ছে, বেশ বড়োসড়ো ব্যবধানেই এগিয়ে আছেন ট্রাম্প। তাই হিলারির সমর্থকেরা কান্নায় ভেঙে পড়েছেন।

hilary

মঙ্গলবার দিন শেষে হিলারির অনেক সমর্থকে জনসম্মুখ থেকে অন্তরালে যেতে দেখা গেছে। এছাড়া ম্যানহাটনে হিলারির আয়োজিত পার্টিতে তার সমর্থকদের প্রকাশ্যে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। হিলারির নির্বাচনী সহকারীরা গণমাধ্যম কর্মীদের যে ব্রিফিং করতো, তাও বন্ধ রেখেছে।  

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।