এগিয়ে ট্রাম্প


প্রকাশিত: ০২:২৪ এএম, ০৯ নভেম্বর ২০১৬

হাড্ডাহাড্ডি লড়াই চলছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। বুধবার সকাল ১০টা থেকে বিভিন্ন রাজ্যের ভোটের ফল পাওয়া যাবে। তবে এরই মধ্যে কয়েকটি জায়গায় ভোটের ফল পাওয়া গেছে।

ইলেক্টরাল ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। এর মধ্যে ট্রাম্প পেয়েছেন ১৪০টি ইলেক্টরাল ভোট। এবং হিলারি ক্লিনটন পেয়েছেন ১০৪। অর্থাৎ ৩৬টি ইলেক্টোরাল ভোটে এগিয়ে আছেন ট্রাম্প।

তবে প্রেসিডেন্ট হতে হলে ট্রাম্পকে আর মাত্র ১৩০টি ইলেক্টোরাল ভোট পেতে হবে। অপরদিকে হিলারির আরো ১৬৬টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন।

যুক্তরাষ্ট্রের নির্বাচনের নিয়মানুযায়ী ভোটারদের ভোটে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয় না। তাদের ভোটে প্রতিটি অঙ্গরাজ্যে ইলেক্টোরাল কলেজের সদস্য নির্বাচিত হন। এরপর ইলেক্টোরাল কলেজের সদস্যদের ভোটে নির্বাচিত হবেন প্রেসিডেন্ট।

৫০ রাজ্যসহ মোট ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৫৩৮। এর মধ্যে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য ৪৩৫ জন ও সিনেট সদস্য ১০০ জন। এ নিয়ে মোট ৫৩৫ জন। এছাড়া বিশেষ মর্যাদায় তিনটি ইলেক্টোরাল কলেজ ভোট দেয়ার ক্ষমতা রয়েছে রাজধানী ওয়াশিংটন ডিসির। সব মিলিয়ে ৫৩৮ ইলেক্টোরাল কলেজ সদস্য, যার অর্ধেক ২৬৯।  

প্রেসিডেন্ট পদে বিজয়ী হতে হলে অর্ধেকের বেশি ইলেক্টোরাল ভোট পেতে হবে। সে হিসাবে ট্রাম্প বা হিলারিকে জয়ী হতে হলে ২৭০ ইলেক্টোরাল ভোট পেতে হবে।

বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা পর্যন্ত শেষ ফলে এখন পর্যন্ত ইলেক্টোরাল ভোটে এগিয়ে আছেন ট্রাম্প।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।