প্রথম ভোটে জয়ী হিলারি


প্রকাশিত: ১০:৩০ এএম, ০৮ নভেম্বর ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ভোট অনুষ্ঠিত হয়েছে। প্রথা অনুযায়ী, সোমবার স্থানীয় সময় রাত বারোটায় নিউ হ্যাম্পশায়ারের ছোট গ্রাম ডিক্সভিলে নচের বাসিন্দারা সবার প্রথম ভোট দিলেন। ওই গ্রামের বাসিন্দা মোট আটজন। ভোটে হিলারি পেয়েছেন চার ভোট এবং ট্রাম্প দুই ভোট। খবর সিএনএনের।

সার্বিকভাবে যুক্তরাষ্ট্রের পূর্বদিকের রাজ্যগুলিতে বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল নাগাদ ভোট শুরু হবে। স্থানীয় সময় অনুযায়ী আস্তে আস্তে পশ্চিমাঞ্চলের পোলিং স্টেশনগুলিতে ভোট শুরু হবে।

polls

বুধবার সকাল সাড়ে আটটা থেকে ফল ঘোষণা শুরু হওয়ার কথা। ভোট শুরুর ঠিক আগে জনমত সমীক্ষা বলছে, পপুলার ভোট এবং ইলেকটোরাল ভোট- দুই হিসাবেই ট্রাম্পের থেকে সামান্য এগিয়ে রয়েছেন হিলারি।

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফ্লোরিডা, মিশিগান, নর্থ ক্যারোলিনাসহ প্রায় তেরোটি রাজ্যকে স্যুইং স্টেট ধরা হচ্ছে। এই রাজ্যগুলিতে যিনি শেষ হাসি হাসবেন তিনিই হবেন হোয়াইট হাউজের যোগ্য উত্তরসূরি।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।