ফার্স্ট লেডি না ফার্স্ট জেন্টলম্যান পাচ্ছে যুক্তরাষ্ট্র?


প্রকাশিত: ০৯:৩৮ এএম, ০৮ নভেম্বর ২০১৬

আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। শেষ মুহূর্তে এসে নির্বাচনকে ঘিরে নানা ধরনের জল্পনা কল্পনা ক্রমশই বাড়ছে। কে হবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট? তার দিকেই চেয়ে আছে পুরো বিশ্ব।

এই নির্বাচনে যদি ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন জয়ী হন তবে তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে কি ডাকা হবে সেটাও এখন আলোচনার বিষয়। কারণ এর আগে দেশটিতে কোনো নারী প্রেসিডেন্ট হননি। তাই স্বাভাবিকভাবেই নারী প্রেসিডেন্টের স্বামীর পদবি কি হবে সেটা নিয়ে অনেক মতামত দেখা যাচ্ছে।

তবে হিলারি প্রেসিডেন্ট হলে বিল ক্লিনটনকে ফার্স্ট জেন্টলম্যান ডাকার কথা ছিল। কিন্তু তিনি নিজেই একজন সাবেক প্রেসিডেন্ট ছিলেন। মার্কিন নিয়ম অনুযায়ী, একবার কেউ প্রেসিডেন্ট হলে বাকি জীবনও তাকে সম্মানসূচক প্রেসিডেন্টই ডাকা হয়। তাই হিলারি প্রেসিডেন্ট হওয়ার পর তার কার্যালয়ই ঠিক করে দেবে ক্লিনটনকে কি উপাধি দেয়া হবে।

অপরদিকে, যদি ট্রাম্প প্রেসিডেন্ট হন তবে স্বাভাবিকভাবেই তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পই হচ্ছেন পরবর্তী ফার্স্ট লেডি। এ নিয়ে কোনো সন্দেহ নেই।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।