অধিকাংশ মুসলিম ভোটারই হিলারিকে ভোট দেবেন


প্রকাশিত: ০৯:১৯ এএম, ০৮ নভেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রের অধিকাংশ মুসলিম ভোটারই এবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি এক জরিপে জানানো হয়েছে, ভোটার তালিকায় নিবন্ধিত ৮৬ শতাংশ মুসলমান ভোটারই জানিয়েছেন তারা প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে অংশ নেবেন।

হিলারি বা ট্রাম্পের জয়ী হওয়ার পেছনে এই বিপুল সংখ্যক মুসলমান ভোটারের ভোট বেশ প্রভাব ফেলবে।

দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স (সিএআইআর) সম্প্রতি দেশব্যাপী জরিপের ফলাফল প্রকাশ করেছে। ওই জরিপ অনুযায়ী, ৭২ ভাগ মুসলিম নাগরিক জানিয়েছে, তারা ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে ভোট দেবেন। অপরদিকে, মাত্র চারভাগ মুসলিম ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন।

ওই জরিপ অনুযায়ী, ৮৫ ভাগ মুসলমান বিশ্বাস করেন, কয়েক বছর ধরে ইসলাম ভীতি এবং ইসলাম বিরোধী অনুভূতি বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ইসলাম ও মুসলিমদের নিয়ে ট্রাম্পের বিদ্বেষমূলক মন্তব্য বর্ণবিদ্বেষকে আরো উস্কে দিচ্ছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।