ছবিতে নির্বাচনের ডামাডোল
পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশ যুত্তরাষ্ট্রের নির্বাচনের বাকি আর মাত্র ঘণ্টা কয়েক। গত কয়েক মাস ধরেই সারা বিশ্ব সকর্ত চোখ রেখেছে এ নির্বাচনের দিকে। নির্বাচনের ফলাফল নিয়ে ভাবনা-চিন্তা হয়েছে প্রতিটি দেশে। এ নির্বাচনের প্রচারণা পর্বের অসাধারণ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন বিভিন্ন গণমাধ্যমের আলোকচিত্রীরা।
নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শুরুর একেবারে শুরুর দিকে; ট্রাম্পের সমর্থনে।
প্রতিদ্বন্দ্বী মারকো রুবিও এবং টেড ক্রুজের সঙ্গে এক মঞ্চে ডোনাল্ড ট্রাম্প। বিতর্কের এক পর্যায়ে নিজের হাতের আকার বোঝাচ্ছেন তিনি।
ভাইস প্রেসিডেন্ট জো বিডেনকে স্বাগত জানাচ্ছেন হিলারি ক্লিনটন।
নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড টাম্প।
ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলে একটি সংবাদ সম্মেলনের আগে ট্রাম্পের ছবিসংযুক্ত মোজা পড়ে তার এক সমর্থক।
কলারোডায় একটি র্যালিতে দুই শিশু কোলে ট্রাম্প।
মেয়ে ইভানকা ট্রাম্পের সঙ্গে ডোনাল্ড।
স্ত্রী মেলেনিয়া ট্রাম্পের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প।
হিলারি ও ওবামা।
জুলাইয়ে দলের সম্মেলন শেষে উচ্ছ্বসিত হিলারি ক্লিনটন।
হিলারির সঙ্গে সেলফি!
এনএফ/এমএস