নেতানিয়াহুকে আমন্ত্রণের বিরোধী মার্কিনিরা


প্রকাশিত: ০১:৩৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণের বিরোধিতা করেছে অধিকাংশ মার্কিন নাগরিক। সম্প্রতি সিএনএন এবং ওআরসি পরিচালিত মতামত জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপে অংশ নেওয়া ৬৩ শতাংশ মানুষ মনে করেন, ওবামার সঙ্গে আলোচনা না করে কংগ্রেসে ভাষণ দেওয়ার জন্য নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়ে স্পিকার জন বোয়েনার ভুল করেছেন। এর বিপরীতে ৩৩ শতাংশ মার্কিনি নেতানিয়াহু`র আমন্ত্রণকে সমর্থন করেছেন। উল্লেখ্য, আগামী ৩ মার্চ মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণ দেওয়ার কথা রয়েছে।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।