অনিশ্চয়তায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ


প্রকাশিত: ১২:৩০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

ব্রিসবেনের আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় বাংলাদেশের বিপক্ষে পরবর্তী ম্যাচটি নিয়ে দুশ্চিন্তায় আছে অস্ট্রেলিয়া।

ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হবে আগামী শনিবার।

বুধবার ব্রিসবেনে কয়েক দফায় বৃষ্টি হয়। বিবিসির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ব্রিসবেনে আগামী বৃহস্পতি ও শুক্রবার বজ্র-বৃষ্টির সম্ভাবনা আছে। এমনকি ম্যাচের দিন শনিবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল বলেন "অনুশীলনের আগে আমি আবহাওয়ার পূর্বাভাস দেখেছি। আগামী কয়েকদিনের জন্য এটা আদর্শ মনে হয়নি। কিন্তু আমি মনে করি, শনিবার কিছুটা পরিষ্কার হয়ে আসবে এবং আমাদের শুধু দুই দলের ২০ ওভার করে খেলা হওয়া দরকার।"

বৃষ্টির কারণে ম্যাচটি না হলে দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করতে হবে। এটা অস্ট্রেলিয়ার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে বড় এক বাধা হয়ে দাঁড়াবে। তবে এটা হলে নকআউট পর্বে ওঠার ক্ষেত্রে কিছুটা সুবিধা হবে বাংলাদেশের।

আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।