দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্টের সহযোগীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


প্রকাশিত: ০৯:৪৮ এএম, ০৬ নভেম্বর ২০১৬

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাইয়ের দুই সহযোগীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের অবিলম্বে আটকের নির্দেশ দিয়েছেন স্থানীয় এক প্রসিকিউটর। সরকারের দুর্নীতি বিষয়ক একটি তদন্তের অংশ হিসেবে এই নির্দেশ দেয়া হয়েছে। খবর বিবিসির।

পার্কের নীতি বিষয়ক সাবেক উর্ধ্বতন সচিব এহেন জং বিওম এবং বেসরকারি সচিব জুং হং সাংকে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে। ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগে ওই দু’জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট পার্ক গুয়েন। পদত্যাগ করবেন না বলেও জানিয়েছেন তিনি।  

টিটিএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।