মুরসির বিচার সামরিক আদালতে


প্রকাশিত: ০৬:২৫ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

মিসরের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ মুরসির বিচার কার্যক্রম সামরিক আদালতে পাঠিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় দৈনিক আল-আহরাম গত মঙ্গলবার জানিয়েছে, মোহাম্মদ মুরসি ও নিষিদ্ধঘোষিত মুসলিম ব্রাদারহুডের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে সহিংসতার অভিযোগে দায়ের করা মামলা সামরিক আদালতে পাঠানো হয়েছে।

২০১৩ সালে মুরসিবিরোধী বিক্ষোভকালীন বিক্ষোভকারীদের নির্যাতনের অভিযোগে মুরসির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। একই অভিযোগে মুসলিম ব্রাদারহুডের দুই নেতা মোহাম্মদ বেলতাগি ও খাইরাত আল-শাতেরের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

মুরসির বিরুদ্ধে আরও চারটি মামলার বিচার চলছে। তবে এই প্রথম কোনো মামলা সামরিক আদালতে স্থানান্তর করা হল।

২০১৩ সালে সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হন দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।