লাহোরে তালেবানদের হামলায় নিহত ৮


প্রকাশিত: ০৬:১৮ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

পাকিস্তানের লাহোরে পুলিশ সদর দফতরে তালেবানের হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৮ জন। এছাড়াও, আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে এক পুলিশ সদস্য রয়েছেন বলে জানা গেছে।

আহতদের কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেইসঙ্গে লাহোরের হাসপাতালগুলোতে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ সদর দফতরের প্রধান গেটের কাছে একটি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। এতে পাশে একটি পার্কিং এলাকায় আগুন ধরে গেলে পুড়ে যায় বেশ কয়েকটি গাড়ি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও পাকিস্তান তেহরিক ই ইনসাফ- পিটিআই এর চেয়ারম্যান ইমরান খান, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তেহরিক-ই তালেবান পাকিস্তান হামলার দায় স্বীকার করেছে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।