জয়ের দ্বারপ্রান্তে মসুল


প্রকাশিত: ০৫:৫৬ এএম, ০৬ নভেম্বর ২০১৬

জয়ের দ্বারপ্রান্তে রয়েছে ইরাকের মসুল শহর। প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি সতর্ক করে বলেছেন, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের জঙ্গিরা নিজেদের জীবন বাঁচাতে চাইলে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে। স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

মসুলে সফরকালে প্রধানমন্ত্রী বলেন, সরকারি বাহিনী প্রস্থান করবে না এবং তারা বিরতিও দেবে না। মসুল শহরের সাধারণ জনগণকে উদ্দেশ করে তিনি বলেন, আমরা শিগগিরই মুক্তি পাবো।

দুই বছরের বেশি সময় ধরে শহরটি আইএসের দখলে রয়েছে। এদিকে, আবাদি আইএস জঙ্গিদের সরকার বাহিনীর কাছে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমার এই বার্তা আইএসের জন্য। তারা যদি নিজেদের জীবন বাঁচাতে চায়, তবে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে।’

সরকার বাহিনী শনিবার জঙ্গিদের হাত থেকে মসুলের দক্ষিণের হাম্মাম আল আলিল শহরের প্রায় ১৫ কিলোমিটার এলাকা দখলে নিতে সক্ষম হয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।