ডেমোক্রেট ঘাঁটিতে নজর দিচ্ছেন ট্রাম্প


প্রকাশিত: ০৩:৩৪ এএম, ০৬ নভেম্বর ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নির্বাচনের আগে শেষ দুই দিন তিনি ডেমোক্রেটদের ঘাঁটি হিসেবে পরিচিত রাজ্যগুলোতেই প্রচারণা চালাবেন।

তিনি পেনসিলভেনিয়া, মিশিগান ছাড়াও মিনেসোতা সফর করবেন। ১৯৭২ সালের পর থেকে এসব রাজ্যে কোনো রিপাবলিকান জয়ী হননি।  

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নেভাদার রেনোতে একটি সভামঞ্চ থেকে ট্রাম্পকে তাড়াহুড়ো করে নামিয়ে নেন নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা। অডিটোরিয়ামে কিছু একটা দেখে ট্রাম্প তার বক্তব্য থামিয়ে দিয়েছিলেন, কয়েক মিনিট পরই অবশ্য আবার বক্তব্য শুরু করেন এই প্রেসিডেন্ট পদপ্রার্থী।

এরপর এক ব্যক্তির কাছে অস্ত্র থাকতে পারে এমন সন্দেহে তার দেহে তল্লাশি চালিয়ে কিছু পাননি নিরাপত্তাকর্মীরা।

একই দিনে জনপ্রিয় কণ্ঠশিল্পী কেটি পেরিকে সঙ্গে নিয়ে প্রচারণা চালিয়েছেন হিলারি ক্লিনটন।

জনতার উদ্দেশে হিলারি ক্লিনটন বলেন, যখন আপনার সন্তান বা নাতি-নাতনিরা আপনাকে জিজ্ঞাসা করবে, ২০১৬ সালে তুমি কী করেছ... আমি চাই আপনারা যেন তখন বলতে পারেন... আরো উন্নত, শক্তিশালী, সুন্দর একটি আমেরিকার জন্য ভোট দিয়েছিলাম।

গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে হিলারি এখনো এগিয়ে রয়েছেন বলে জনমত জরিপে উঠে আসছে।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।