লাইবেরিয়ায় জরুরি অবস্থা ঘোষণা


প্রকাশিত: ০৪:৪৪ এএম, ০৭ আগস্ট ২০১৪

আফ্রিকার লাইবেরিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইলেন জনসন সারলিফ। এবোলো ভাইরাস দেশেটিতে মহামারী আকারে ছড়িয়ে পড়ায় এ জরুরি অবস্থা জারি করা হলো। দেশটির জাতীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন।

এবোলো ভাইরাস লাইবেরিয়া ছাড়াও গায়ানা, সিয়েরা লিওন এবং নাইজেরিয়ায় ব্যাপক আকার ধারণ করেছে। ইতোমধ্যে এ রোগে দেশগুলোতে প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে, ভাইরাসটির ভয়াবহতা থেকে মানুষকে রক্ষায় করণীয় সম্পর্কে সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) বিশেষজ্ঞরা আলোচনায় বসছেন। আগামী সপ্তাহে এ আলোচনা অনুষ্ঠিত হবে।

বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা হবে কিনা দু’দিন ব্যাপী ওই সভায় নির্ধারণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।