তুরস্কে ফেসবুক-টুইটার ‘বন্ধ’


প্রকাশিত: ০৫:৩৪ এএম, ০৫ নভেম্বর ২০১৬

কুর্দিশ সমর্থিত ১১ রাজনীতিককে আটকের পর তুরস্কে ফেসবুক, টুইটার এবং হোয়টস অ্যাপ বন্ধ করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে একটি ইন্টারনেট মনিটরিং গ্রুপ। খবর ইন্ডেপেন্ডেন্টের।

অভিযোগে বলা হয়েছে, থ্রোটলিংয়ের মাধ্যমে এসব সেবার কার্যক্রম বন্ধ করা হয়েছে।

এরআগে তুরস্কের এক মন্ত্রীর ই-মেইল অ্যাকাউন্ট সাইবার হামলার জেরে গতমাসেও একই ধরনের পদক্ষেপ নিয়েছিল তুরস্ক।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।