যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে সন্ত্রাসী হামলার আশঙ্কা


প্রকাশিত: ০৩:২৪ এএম, ০৫ নভেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে দেশটিতে সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা কোনো হামলা চালাতে পারে বলে যে তথ্য মিলেছে, কর্তৃপক্ষ তার সত্যতা যাচাইয়ের চেষ্টা করে যাচ্ছে। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে যে তথ্য রয়েছে সে অনুযায়ী নিউ ইয়র্ক, টেক্সাস এবং ভার্জিনিয়াকে হামলার মূল লক্ষ্য বলে মনে করা হলেও পুলিশের একজন মুখপাত্র বলছেন, যে তথ্য রয়েছে সেখানে নির্দিষ্ট কেনো ইঙ্গিত নেই।

কর্তৃপক্ষ বলছে, যেকোনো ধরনের বড় অনুষ্ঠানের আগে তারা সন্ত্রাসী হামলার সম্ভাব্যতা যাচাই করে থাকেন।

নির্বাচনের মাত্র তিন দিন আগে হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প যখন তাদের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত তখনই সম্ভাব্য এ হামলার খবর এলো। মঙ্গলবার তারা দু’জনই ওহিও এবং পেনসিলভেনিয়াতে সমাবেশ করেছেন।

নিউ হ্যাম্পশায়ারে এক সমাবেশে ট্রাম্প অভিযোগ করেছন, সিরীয় শরণার্থীদের জন্য ৫৫০ শতাংশ খরচ বাড়াতে চার হিলারি।

অন্যদিকে পিটসবার্গে এক সমাবেশে হিলারি অভিযোগ করেছেন, সংখ্যালঘু এবং নারীদের বিষয়ে নানা মন্তব্যের কারণে এবং মেজাজের কারণে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।