সহকর্মীর গুলিতে বিএসএফ সদস্য নিহত


প্রকাশিত: ০২:৩০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

ভারতে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য গুলি চালিয়ে তার সহকর্মীকে হত্যা করেছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার সকালে পশ্চিমবঙ্গের ফারাক্কায় বিএসএফ বাহিনীর এক ছাউনিতে এ ঘটনা ঘটে। খবর বিবিসি।

বিএসএফ সূত্র জানায়, বসন্ত সিং নামের এক বিএসএফ সদস্যের সঙ্গে মঙ্গলবার সকালে বাগবিতন্ডা হয় হেড কনস্টেবল মূলচাঁদ রামের। কিছুক্ষণ পরে বসন্ত সিং গুলি চালাতে শুরু করেন। এতে রাম ছাড়া আরও তিন বিএসএফ সদস্যের গুলি লাগে, যাঁদের মালদা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু কী বিষয়ে বাগবিতন্ডা তা বিএসএফের তরফ থেকে এখনও পরিষ্কার করে জানানো হয়নি। গুলি চালানোর পরে বসন্ত সিং পালিয়ে গেছেন। এখনও তাকে ধরা যায়নি। তাকে ধরতে পুলিশ তল্লাশি শুরু করেছে।

গত কয়েক বছরে প্রকাশিত একাধিক সরকারী রিপোর্টে বলা হয়েছে যে বিএসএফ সদস্যরা অতিরিক্ত মানসিক চাপের মধ্যে কাজ করতে বাধ্য হন। সীমান্ত রক্ষার কঠিন দায়িত্ব, পরিবারের থেকে দীর্ঘদিন আলাদা থাকাসহ বিভিন্ন কারণে মানসিক চাপের মধ্যে পড়তে হয় বলে ওই সব প্রতিবেদনগুলিতে উল্লেখ করা হয়েছে।

তবে সম্প্রতি সীমান্ত প্রহরীদের মানসিক চাপ কাটানোর জন্য ছুটির ব্যবস্থা বা পরিবারকে কর্মস্থলে নিয়ে এসে কিছুদিন থাকতে দেয়ার মতো বেশ কিছু ব্যবস্থাও নিতে শুরু করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।