জাকার্তায় বিক্ষোভে হাজারো মানুষ


প্রকাশিত: ০৮:৪০ এএম, ০৪ নভেম্বর ২০১৬

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় নব নির্বাচিত গভর্নরের বিরুদ্ধে এক বিক্ষোভে জড়ো হয়েছেন কয়েক হাজার মুসলমান নাগরিক। বাসুকি জাহজাহ পুরনামা নামের ওই নতুন গভর্নর ধর্মবিরোধী কথাবার্তা বলে ইতোমধ্যেই অভিযুক্ত হয়েছেন। আর এ কারণেই তাকে গভর্নর হিসেবে মানতে নারাজ জাকার্তাবাসী।

মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া। দেশটির রাজধানীতে এই প্রথম কোনো খ্রিষ্টান ধর্মাবলম্বী গভর্নর হিসেবে নিযুক্ত হলেন।

বিক্ষোভকারীরা ইসতিকলাল মসজিদে জড়ো হয়েছেন। তারা বিক্ষোভ করতে করতে প্রেসিডেন্টের বাসভবনের দিকে যাচ্ছেন।

এই বিক্ষোভের কারণে ধর্মীয় এবং বর্ণবাদী উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় পুলিশ।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।