জাতিসংঘে সদস্যপদ পেলেন ভারতীয় আইনজীবী


প্রকাশিত: ০৭:৪৬ এএম, ০৪ নভেম্বর ২০১৬

জাতিসংঘের আইনি পরামর্শদাতাদের তালিকায় স্থান পেয়েছেন অনিরুদ্ধ রাজপুত নামের এক ভারতীয় আইনজীবী। জাতিসংঘের আইনি পরামর্শ দেওয়ার জন্য ভৌগোলিক এলাকার ভিত্তিতে বেশ কয়েকটি দল তৈরি করা হয়। আফ্রিকা, ইউরোপ, এশিয়া ও পার্শ্ববর্তী দেশগুলোর জন্য আলাদা আলাদা দল থাকে।

এশিয়ার দেশগুলোর জন্য তৈরি হওয়া এই দলেই প্রায় ৩৪ জনকে গোপন ব্যালট ভোটে হারিয়ে সদস্যপদ পেয়েছেন অনিরুদ্ধ (৩৩)। তিনি প্রায় ১৬০টি ভোট পেয়েছেন। আইনি পরামর্শদাতা হিসেবে ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে আগামী পাঁচ বছর কাজ করবে নতুন দলটি।

সুপ্রিমকোর্টের আইনজীবী হিসেবে কর্মরত অনিরুদ্ধ লন্ডন স্কুল অফ ইকনমিক্সের ছাত্র। কর্মজীবনের শুরুতেই মডেল বাইল্যাটারাল ইনভেস্টমেন্ট ট্রিটি ২০১৫ বিষয়ে ভারতের জাতীয় ল’ কমিশন যে বিশেষজ্ঞ দল নিয়োগ করেছিল তাতে স্থান পেয়েছিলেন তিনি।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।