সৌদিতে হেলিকপ্টার দুর্ঘটনা, ৪ সেনা নিহত
সৌদি আরবে হেলিকপ্টার দুর্ঘটনায় চার সৌদি সেনা নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার হার্ফ-আল বাতিন প্রদেশের কিং খালেদ সামরিক ঘাঁটির পশ্চিমে প্রশিক্ষণ জোনে হেলিকপ্টারটি বিধ্স্ত হয়। ঘাঁটিটি ইরাক সীমান্ত থেকে মাত্র ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। খবর প্রেস টিভি।
নিহতদের মধ্যে হেলিকপ্টারের পাইলট ছিলেন একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তা। বাকিদের মধ্যে দুইজন লেফটেন্যান্ট ও একজন সার্জেন্ট। দুর্ঘটনার কারণ জানতে একটি কমিটি কাজ শুরু করেছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে সৌদি আরবের পূর্বাঞ্চলে প্রশিক্ষণের সময় একটি টর্নেডো বিমান বিধ্বস্ত হয়েছিল। তবে ওই দুর্ঘটনার সময় পাইলট বেঁচে যান। ২০১২ সালের ডিসেম্বরেও আরেক দুর্ঘটনায় পারস্য উপসাগরে একটি এফ-১৫ জঙ্গিবিমান বিধ্বস্ত হয়।
এএইচ/আরআই