আবারো জনমত জরিপে এগিয়ে হিলারি


প্রকাশিত: ০৪:৪১ এএম, ০৪ নভেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর বেশি সময় নেই। এরই মধ্যে নতুন করে ই-মেইল বিতর্কের কারণে কিছুটা পিছিয়ে পড়েছিলেন হিলারি ক্লিনটন। কিন্তু নির্বাচনের মাত্র চার দিন আগে কিছুটা শঙ্কামুক্ত অবস্থায় আছেন তিনি। বৃহস্পতিবার নতুন এক জরিপে ট্রাম্পকে পেছনে ফেলে আবারো এগিয়ে গেলেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ তিনটি মার্কিন সংবাদমাধ্যমের জরিপের একটিতে ৬ শতাংশ, একটিতে ৫ শতাংশ এবং অন্যটিতে ৩ শতাংশ ভোটে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে আছেন হিলারি।

এর আগে মঙ্গলবারের এক জরিপে হিলারিকে টপকে এক পয়েন্টে এগিয়ে ছিলেন ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। এবিসি’র ওই জরিপে ১ পয়েন্টে এগিয়ে যাওয়ায় প্রথমবারের মতো হিলারিকে পেছনে ফেলতে সক্ষম হন নানা বিতর্কের জন্ম দেয়া ধনকুবের ব্যবসায়ী ট্রাম্প।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।