বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ নির্মাণ করেছে নাসা


প্রকাশিত: ০৩:২৬ এএম, ০৪ নভেম্বর ২০১৬

বিশ্বের সর্ববৃহৎ টেলিস্কোপের নির্মাণকাজ শেষ করেছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রকৌশলীরা। প্রায় দুই দশক ধরে টেলিস্কোপটির কাজ চলছিল। টেলিস্কোপটির নাম রাখা হয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। খবর বিবিসির।

এই টেলিস্কোপটির কার্যক্রম শুরু হবে দু’বছর পর। ২০১৮ সালের অক্টোবরে ফ্রান্সের গায়ানা থেকে একটি ইউরোপিয়া আরিয়ান রকেট এই টেলিস্কোপটি নিয়ে উৎক্ষেপিত হবে- এমনই পরিকল্পনা নাসার।

তবে এর আগে এর কার্যক্রম ভালোভাবে পরীক্ষা করে দেখা হবে। ম্যারিল্যান্ডের স্পেস সেন্টার থেকে কয়েক সপ্তাহের মধ্যেই এই টেলিস্কোপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।

প্রকল্প বিজ্ঞানী জন মেথার জানিয়েছেন, ‘আজ আমরা আমাদের টেলিস্কোপ নির্মাণ সমাপ্ত করেছি এবং প্রমাণ করতে যাচ্ছি, এটা সঠিকভাবে কাজ করছে।’

এর আগে ২৬ বছরের দীর্ঘ সময় ধরে সবচেয়ে বড় টেলিস্কোপ ছিলো হাবল স্পেস টেলিস্কোপ। জেমস ওয়েব থেকে তারই উত্তরসূরি হতে যাচ্ছে।

মাথের জানিয়েছেন, ‘এটা অনেক শক্তিশালী। এমনকি এটা হাবল টেলিস্কোপ থেকেও বেশি শক্তিশালী।’

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।