প্রস্তুত টাইগাররা, আশাবাদী মাশরাফি


প্রকাশিত: ০১:৩১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

বুধবার সকালেই শুরু হচ্ছে একাদশ ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের প্রথম যুদ্ধ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে প্রথম যুদ্ধে মুখোমুখি হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে। কিন্তু বাংলাদেশে এ খেলার উত্তাপ ছড়িয়ে গেছে অনেক আগেই। প্রস্তুতি ম্যাচগুলো ভাল না হওয়ায় এ ম্যাচ নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে কিছুটা শঙ্কা সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার পর পরই টাইগারদের পারফরমেন্স নিয়ে জল্পনা-কল্পনা শুরু করে ক্রিকেটপ্রেমিরা। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ভিন্ন কন্ডিশনে বাংলাদেশের পারফরমেন্স কী রকম হবে- তা নিয়েও হাজারও প্রশ্ন। সেসব প্রশ্নের জবাব পাওয়া যাবে রাত পোহালেই। বাংলাদেশের ময়দানী লড়াইয়ে কি হয় এ প্রতিক্ষার অবসান ঘটবে রাত পোহালেই।

নিজেদের পঞ্চম বিশ্বকাপ খেলতে বুধবার সকালে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ আফগানিস্তান, যারা এই প্রথম বিশ্বমঞ্চে খেলছেন। ক্যানবেরার মানুকা ওভালে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে।

এদিকে ক্রিকেট ভক্তদের মধ্যে শঙ্কা থাকলেও এ ম্যাচ নিয়ে আশাবাদী টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। ম্যাচের আগের দিন মঙ্গলবার অফিসিয়াল সংবাদ সম্মেলনে এমন কথায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি।

মাশরাফি বলেন, আমরা এশিয়া কাপে আফগানিস্তানের কাছে হেরেছি, এবার আমাদের পালা। আমরা আগামী ম্যাচটি ভাল ক্রিকেট খেলব। এটা খেলতে পারলেই জয় আমাদেরই হবে। আমাদের কাজ ভাল খেলা, আমরা সেদিকেই ফোকাস আছি। মাশরাফি বলেন, আমরা যদি সম্ভাব্য সেরাটা খেলতে পারি তবে এগিয়ে যেতে পারব।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে যে দলের প্রেরণার উৎস যত সুসংহত, সে দলের জয়ের সম্ভাবনা ততই উজ্জ্বল। আফগানিস্তানের প্রেরণা গত বছরের এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে জয়। সেই প্রেরণাকে পুঁজি করে বিশকাপেও বাংলাদেশের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে আফগানরা। এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ওই একটি মাত্র জয় তাদের আত্মবিশ্বাসকে নিয়ে গেছে হিমালয়সম উচ্চতায়। বিগত ৫ বছরের মধ্যে গেল বছরটা বাংলাদেশ দলের জন্য সবচে বাজে কেটেছে। পুরো বছরে দেশের মাটিতে ক্রিকেট আয়োজন করেও জিততে পারেনি বড় কোন দলের বিরুদ্ধে। এমনকি, হেরে গেছে আফগানিস্তানের কাছেও। অবশেষে বছরের শেষদিকে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের দেখা পায় মাশরাফির দল।

# প্রস্তুত বাংলাদেশ দল : প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরাও
# চাপে থাকবে বাংলাদেশ : আফগান অধিনায়ক
# বিশ্বকাপ ক্রিকেট নিয়ে `বাংলাওয়াশ` (ভিডিও)

প্রস্তুত বাংলাদেশ দল : প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরাও - See more at: http://www.jagonews24.com/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A4%20%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%20%E0%A6%A6%E0%A6%B2%20:%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A4%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80%20%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%93/15495#sthash.6ATaiPMv.dpuf



এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।