অনিশ্চয়তার মুখে গ্রীসের ঋণ চুক্তি


প্রকাশিত: ০৪:৩২ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

গ্রীসের অর্থনীতি পুনরুদ্ধারে ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীরা যে প্রস্তাব দিয়েছেন, গ্রীসের অর্থমন্ত্রী সেটিকে প্রত্যাখ্যান করায় তাকে আগামী শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ইইউ।

ব্রাসেলসে ইউরোজোনের অর্থমন্ত্রীদের এক বৈঠক থেকে এই আল্টিমেটাম জানানো হয়। তবে এথেন্স প্রস্তাব প্রত্যাখ্যান করায় নির্ধারিত সময়সীমার আগেই আলোচনা শেষ হয়ে যায়।

গ্রীসের অর্থমন্ত্রী ইয়ানি ভারোফাকিস বলেছেন, দেশটির অর্থনীতিকে পুনরুদ্ধার করতে ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীদের দেয়া অর্থসহায়তা’র বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাতে যে কোনো চেষ্টা করতে তিনি প্রস্তুত।

গ্রীসের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বর্তমানে ২৪০ বিলিয়ন ইউরোর যে অর্থসহায়তা রয়েছে সেটির সময়সীমা আরো বাড়ানোর জন্য প্রস্তাব দিয়েছে ইইউ-এর নেতারা।

গ্রীসকে আগে যে অর্থ সহায়তা দেয়া হয়েছিল তার সময়সীমা শেষ হবে এই মাসেরই ২৮ তারিখে। সেই সময় শেষ হবার আগেই নতুন আরেকটি সমঝোতায় আসতে চায় গ্রীস।

কিন্তু অর্থসহায়তা নিয়ে আর সময় বাড়ানোর পক্ষে নন গ্রীসের অর্থমন্ত্রী। ফলে, তৈরি হয়েছে জটিলতা।

তবে জটিলতার পরও আগামী ৪৮ ঘন্টার মধ্যেই এর একটি সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন মি. ভারোফাকিস।

গ্রীসে কৃচ্ছতা সাধনের যে নীতি চলছে তা থেকে বেরিয়ে আসতে চাইছে দেশটির নতুন সরকার।কিন্তু এই মাস শেষ হবার আগেই যদি আরো কিছু বাড়তি অর্থ গ্রীস জোগাড় করতে না পারে তাহলে দেশটি অর্থসংকটে পড়বে।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।