ভিয়েতনামে বারে অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু


প্রকাশিত: ০৯:১২ এএম, ০২ নভেম্বর ২০১৬

ভিয়েতনামের একটি বারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কাউ গিয়াইয়ের হানোই জেলায় আটতলা বিশিষ্ট কারাওকে বারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

দমকল কর্মীরা পাঁচ ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারকাজে অংশ নেয়া দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

ওই বারের এক নিরাপত্তারক্ষী জানিয়েছেন, প্রথমে একটি সাইনবোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়। তিনি সাইনবোর্ডের আগুন নেভোনোর চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি।

ওই বার থেকে আগুন পাশের আরো তিনটি ভবন, একটি গাড়ি এবং একটি মোটর সাইকেলেও ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের ঘটনার জরুরি তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী গুয়েন হুয়ান ফুচ। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।