মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শ্রমিকদের জন্য চালু হচ্ছে সাধারণ বীমা


প্রকাশিত: ০৭:৪৩ এএম, ০২ নভেম্বর ২০১৬

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং ওমানে শ্রমিকদের জন্য সাধারণ বীমা সেবা চালু করার পরিকল্পণা করা হচ্ছে। সৌদি আরবের সামাজিক উন্নয়ন এবং শ্রমমন্ত্রী আল হাকাবানি এ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আরব নিউজের।

এ বিষয়ে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) জানিয়েছে, জিসিসির আওতাভূক্ত দেশগুলোর মধ্যে সাধারণ বীমা সেবা চালু করা হবে। জিসিসির তালিকাভূক্ত ছয়টি দেশের নাগরিকরা অন্য দেশে কাজ করার সময় এই বীমার সুযোগ সুবিধা পাবেন। এর ফলে কর্মক্ষেত্রে শ্রমিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে তাদের সামাজিক স্থিতিশীলতা বাড়িয়ে তোলা সম্ভব।  

বৃহস্পতিবার জিসিসির এক বৈঠকে শ্রমমন্ত্রী আল হাকাবানি বলেন, সাধারণ বীমা সেবার মাধ্যমে জিসিসির আওতাভূক্ত দেশগুলোর শ্রমিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন। তারা এক দেশ থেকে অন্য দেশেও কাজ করতে আগ্রহী হবেন। কারণ তারা নিজের দেশে যে বীমা সেবা পেত সেটা জিসিসির যেকোনো দেশেই পাবেন।

শ্রমিকদের জন্য সাধারণ বীমা চালু হলে শ্রমিকরা কর্মক্ষেত্রে নিশ্চিন্তে কাজ করতে পারবেন। এটা মালিক এবং শ্রমিক উভয়ের জন্য সুবিধাজনক হবে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।