আইএস হটাতে মসুলে প্রবেশ করেছে ইরাকি বাহিনী


প্রকাশিত: ১১:১৯ এএম, ০১ নভেম্বর ২০১৬

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মসুল থেকে তাড়িয়ে দিতে প্রথমবারের মতো দেশটির সেনাবাহিনী ওই শহরের উপকণ্ঠে প্রবেশ করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিনিধি ইরাকের সন্ত্রাসবিরোধী সার্ভিসের সদস্যদের সঙ্গে ওই শহরে প্রবেশ করেছেন। তিনি বলেন, তারা আইএসের তীব্র প্রতিরোধের সম্মুখীন হচ্ছেন। তাদের লক্ষ্য করে আইএস জঙ্গিরা রকেটচালিত গ্রেনেড ও ক্ষুদে আগ্নেয়াস্ত্র থেকে গুলিবর্ষণ করছে।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বলেছেন, ২০১৪ সালের জুন থেকে মসুলে লুকিয়ে থাকা আইএস জঙ্গিদের হয় আত্মসমর্পণ করতে হবে নতুবা মরতে হবে।

দেশটির সর্বশেষ এই শহরটি থেকে আইএসকে বিতাড়িত করতে দুই সপ্তাহ ধরে ইরাকি সেনাবাহিনী, কুর্দি যোদ্ধা, সুন্নি আরব উপজাতি ও শিয়া মিলিশিয়াদের সমন্বয়ে ৫০ হাজার সদস্য অভিযান চালিয়ে আসছে।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।