চার হাইকমিশন অফিসারকে ফিরিয়ে নেবে পাকিস্তান


প্রকাশিত: ০৯:১৫ এএম, ০১ নভেম্বর ২০১৬

গুপ্তচরবৃত্তির অভিযোগে দিল্লিতে নিযুক্ত পাক হাইকমিশনের চার কর্মকর্তাকে দেশে ফেরানোর কথা ভাবছে ইসলামাবাদ। চরবৃত্তির অভিযোগে গত সপ্তাহে দিল্লি শহর থেকে পাক হাইকমিশনের ভিসা অফিসের কর্মকর্তা মেহমুদ আখতারকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, ভারতীয় সেনা সংক্রান্ত গোপন নথিপত্র পাচার করছিল মেহমুদ। পুলিশ তাকে জেরা করার পর সে দিল্লিতে কর্মরত আরো ১০ কর্মকর্তার নাম জানিয়েছেন।

সন্দেহভাজনদের তালিকায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে রয়েছেন- কর্নেল সৈয়দ ফারুখ হাবিব, তার সহযোগী খাদিম হুসেন, মেজর শহিদ ইকবাল এবং সহ-পরিচালক ডক্টর মুদাসসের ইকবাল। কিন্তু ইসলামাবাদ ফেরার পর তিনি নিজের মন্তব্য পাল্টে ফেলেছেন।

তার দাবি, জোর করে পুলিশ তার কাছ থেকে ওই বয়ান নিয়েছে। এই ঘটনার পরপরই দিল্লি থেকে নিজেদের কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার চিন্তা শুরু করেছে ইসলামাবাদ। সার্জিক্যাল  স্ট্রাইক এবং অস্ত্রবিরতি চুক্তি নিয়ে এমনিতেই দুই দেশের সম্পর্ক তেতে রয়েছে। গুপ্তচরবৃত্তির অভিযোগে বেশ কয়েকজনের নাম প্রকাশ্যে এনে ভারত কূটনৈতিক নিয়ম লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেছে পাকিস্তান।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।