লিবিয়ায় দুই বাংলাদেশি নিহত


প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ০৬ আগস্ট ২০১৪

সংঘাতপূর্ণ লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। মঙ্গলবার ত্রিপোলির সেরাজ এলাকায় সংঘর্ষের মাঝে পড়ে তারা হতাহত হন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

নিহতরা হলেন- নরসিংদীর জাহাঙ্গীর মনির এবং যশোরের মিলন।

হাসপাতাল পরিদর্শনের পর লিবিয়ায় বাংলাদেশ মিশন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এর আগে লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে একই ধরনের একটি ঘটনায় গত ৩০ জুলাই অন্য দুই বাংলাদেশি নিহত হন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।