গণমাধ্যম মিথ্যা প্রচার করছে : শশী থারুর


প্রকাশিত: ১১:১০ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

ভারতের সাবেক মন্ত্রী শশী থারুর গণমাধ্যমের বিরুদ্ধে মিথ্যা গল্প প্রচারের অভিযোগ তুলেছেন। সোমবার এক টুইট করে তিনি এই অভিযোগ করেন। বিশেষত কেরলের সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে এই অভিযোগ জানান তিনি।

থারুর অভিযোগ, ভিত্তিহীনভাবে তাকে নিয়ে গল্প বানাচ্ছে সংবাদমাধ্যমগুলো। সৎভাবে সংবাদ পরিবেশনের দাবি জানিয়ে শশী বলেন, মিথ্যা গল্প যত বেশি প্রকাশ করা হবে, ততই বেশি টিআরপি বাড়বে। স্ত্রী সুনন্দার মৃত্যু রহস্যের তদন্তে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে শশীকে। গত বৃহস্পতিবার একদিনে দু’বার জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। প্রশ্ন করা হয়েছে তার গাড়ির চালককেও। সুনন্দার সঙ্গে তার সম্পর্ক ও এই মৃত্যু রহস্যের আরও কয়েকটি দিক নিয়ে তাকে প্রশ্ন করা হচ্ছে।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।