খালেদার কার্যালয় অভিমুখে মহিলা লীগের বিক্ষোভ


প্রকাশিত: ০৬:১৭ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

ঢাকা মহানগর উত্তর মহিলা লীগের নেত্রীরা সোমবার সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় অভিমুখে মিছিল করেছে। বেলা পৌনে ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৯০ নম্বর সড়কে অবন্থান নিলে পুলিশ তাদের কার্যালয়ে যেতে বাধা দেয়।

এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির এক পর্যায়ে তারা ৮৬ নম্বর সড়কের মাথায় চলে যায়। সেখানেও পুলিশ তাদের বাধা দিলে তারা কিছু দূর অগ্রসর হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।

১১টা ৪০ মিনিটে এ প্রতিবেদন লেখার সময় খালেদা জিয়ার কার্যালয়ের সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এই রাস্তায় কেবলমাত্র গণমাধ্যমকর্মীদের গাড়ি যাতায়াতের অনুমতি দেয়া হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, খালেদা জিয়ার কার্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কার্যালয়ের আশেপাশে পুলিশ ও বিভিন্ন আইন-শৃঙ্খলাবাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এমএম/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।