২১ মিশরীয়কে শিরশ্ছেদের ভিডিও প্রকাশ


প্রকাশিত: ০৪:০১ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

অপহৃত ২১ মিশরীয় খ্রিস্টান নাগরিককে শিরশ্ছেদের এক ভিডিও প্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটস (আইএস)। রোববার রাতে ভিডিওটি প্রকাশ করা হয়।

বিবিসি ও রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে কমলা রঙের পোশাক পরিহিত হাতকড়া পরানো ২১ মিশরীয়কে গলা কেটে হত্যা করছে জঙ্গি সংগঠনটি।

তারা দাবি করেছে, এ ২১ জনকে হত্যার মাধ্যমে মিশরীয় খ্রিস্টানদের হাতে মুসলিম নারীদের অপমানের বদলা নেওয়া হয়েছে।

মিশর সরকার এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। গত জানুয়ারি মাসে আইএসের লিবিয়া শাখা এই ২১ জনকে অপহরণ করে।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।