এফবিআইয়ের সমালোচনায় হিলারির প্রচারণা শিবির


প্রকাশিত: ০৬:০২ এএম, ৩০ অক্টোবর ২০১৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আর মাত্র এক সপ্তাহ বাকি। এর মধ্যেই ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের বিষয়ে নতুন করে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। তাদের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে হিলারির প্রচারণা শিবির। খবর বিবিসির।

একটি নির্বাচনী প্রচারণায় হিলারি ক্লিনটন বলেছেন, নির্বাচনের দুই সপ্তাহের কম সময় আগে এফবিআইএর এমন ঘোষণা নজিরবিহীন। এদিকে, এফবিআইএর পরিচালক জেমস কমি বলছেন, নতুন এই ইমেইলের বিষয়ে জানানো তিনি নৈতিকতা বোধ থেকেই করছেন ।

তার মতে, মার্কিন জনগণকে তিনি ভুল পথে পরিচালিত করতে চান না। তবে এফবিআইয়ের এমন কাজকে অদ্ভুত এবং নজিরবিহীন বলেছেন হিলারি।

তবে নতুন তদন্তের বিষয়ে মোটেও বিচলিত নন বলে জানিয়েছেন হিলারি। তার বিশ্বাস নতুন তদন্তে আগের সিদ্ধান্তের কোন পরিবর্তন হবে না। তবে নতুন তদন্তের ফলাফল যাই আসুক না কেন সেটা জনগণের কাছে প্রকাশ করতে এফবিআইকে আহ্বান জানিয়েছেন তিনি। হিলারির সমর্থকরাও এফবিআইয়ের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন।  

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, নির্বাচনের এত কাছে এসে বিষয়টি জনগণের সামনে নিয়ে আসার জন্য দেশটির বিচার বিভাগীয় কর্মকর্তাদেরকেও সমালোচনা করা হয়েছে।

এদিকে, জেমস কোমি বলেছেন, তারা সাধারণভাবে কংগ্রেসকে বিষয়টি সম্পর্কে অবহিত করেননি। কেননা তারা জনগণকে ভুল পথে পরিচালিত করতে চাননা।

এদিকে, এই পরিস্থিতিকে পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করছে হিলারির প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রচারণা শিবির।

ট্রাম্প বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসের ওয়াটারগেট কেলেঙ্কারির পরেই হিলারির ইমেইলের বিষয়টি সবচেয়ে বড় রাজনৈতিক কেলেঙ্কারির ঘটনা।

শনিবার কলোরাডোতে এক জনসভায় ট্রাম্প বলেন, ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার করার বিষয়টি ছিল হিলারির ইচ্ছাকৃত এবং উদ্দেশ্য প্রণোদিত।

২০১৫ সালে প্রথম হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ব্যক্তিগত ইমেইল ব্যবহারের অভিযোগ উঠলেও তদন্তের পর গুরুতর কিছু পাওয়া যায়নি বলে এফবিআই জানিয়েছিল। এ কারণে তার বিরুদ্ধে কোন অভিযোগ না আনার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। কিন্তু নতুন করে আবারো হিলারির ই-মেইল নিয়ে তদন্ত করছে এফবিআই।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।