বাকী জীবনটা ভারতেই কাটাতে চান তসলিমা
জীবনের বাকি দিনগুলো ভারতের মাটিতেই কাটাতে চান ফেরারী লেখিকা তসলিমা নাসরিন৷ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথের আশ্বাস পাওয়ার পর ভারতে রেসিডেন্ট ভিসা পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী বাংলাদেশের বিতর্কিত এই লেখিকা।
দেশে ফেরার ডাক পেলে কি কি করবেন? এর উত্তরে তসলিমার সাফ জবাব, অনুমতি পেলেও আর বাংলাদেশে ফিরতে চান না তিনি৷ বরং ভারতেই থেকে যেতে চান বাকি জীবন৷ কারণ এই দেশ তার দ্বিতীয় ঘর৷
বুধবার নয়াদিল্লীতে এক সাক্ষাৎকারে বাংলাদেশের বিদ্রোহী লেখিকা বলেন, আমি ভারতেই থাকতে চাই৷ ভারত ছেড়ে কোথায় আর যাবো৷ আমি আমেরিকার স্থায়ী বাসিন্দা৷ কিন্তু তা সত্ত্বেও ভারতকে বেছে নিয়েছি সংস্কৃতির টানে৷আজ বাংলাদেশ আমাকে ভিটাতে ফেরার অনুমতিও দিলেও, বাকি জীবনটা আমি ভারতেই কাটাতে চাই৷
লেখিকা তসলিমা নাসরিন ক্ষোভের সুরে বলেন, গত ২০ বছর বাংলাদেশ থেকে অনেক বেশি বন্ধু হয়েছে এই দেশে৷ যারা তার ভাষাকে বুঝেছে৷ তিনি জানান, দেশ থেকে বিতারিত হওয়ার পর বাংলাদেশের কোনো প্রকাশক বা বুদ্ধিজীবী তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেনি৷ তাই ওপার বাংলার সঙ্গে সম্পর্ক এক প্রকার ছিন্ন হয়ে গেছে৷
৫১ বছরের এই লেখিকাকে দীর্ঘ মেয়াদে আবাসিক অনুমতি দেয়ার আশ্বাস দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ সেই আশায় ভর করেই ভারতে থাকার স্বপ্ন বুনছেন এই নারীবাদী লেখিকা৷