ডেনমার্কে বন্দুকধারীদের গুলিতে নিহত ২


প্রকাশিত: ০৯:১৪ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীদের গুলিবর্ষণে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু`জন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনার পর সন্দেহভাজনদের আটক করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা শহরজুড়ে সাড়াশি অভিযান চালাচ্ছে। এরই মধ্যে পুলিশের গুলিতে এক সন্দেহভাজন নিহত হয়েছেন।

এ অবস্থায় শহরজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারির পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার শহরের একটি ক্যাফেতে সুইডিশ কার্টুনিস্ট লারস ভিলক্সসহ কয়েকজন ধর্ম নিয়ে কটাক্ষ করার সময় গুলিবর্ষণের ঘটনা ঘটে।

এতে একজন মারা যায়। এর ১০ ঘণ্টার ব্যবধানে কোপেনহেগেনের একটি সিনাগগের সামনে গুলিবর্ষণের ঘটনায় আরেকজন নিহত এবং দুই পুলিশ কর্মকর্তা আহত হন।

হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে বিতর্কিত সুইডিশ কার্টুনিস্ট ভিলক্স আল কায়েদার ওয়ান্টেড তালিকায় ছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।