এফবিআইয়ের নতুন ই-মেইল তদন্তে আত্মবিশ্বাসী হিলারি


প্রকাশিত: ০৭:২১ এএম, ২৯ অক্টোবর ২০১৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র অল্প কিছুদিন বাকি। এরই মধ্যে ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের সদ্য ফাঁস হওয়া ই-মেইলের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইর পরিচালক জেমস কমি কংগ্রেসকে এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

তবে এএফবিআই নতুন করে তদন্ত শুরু করলেও তা নিয়ে মোটেও চিন্তিত হন হিলারি। বরং এ ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী তিনি। এক বিবৃতিতে হিলারি বলেছেন, তার ই-মেইলে এমন কিছু নেই যা তাকে বিপাকে ফেলতে পারে। তাছাড়া নতুন করে তদন্ত করলেও আগের ফলাফল তো আর বদলে যাবে না। আর এজন্য তাকে বিচারের সম্মুখীনও হতে হবে না।

নতুন এই তদন্তের ফলাফল আমেরিকানদের কাছে প্রকাশের জন্য এফবিআইয়ের পরিচালক জেমস কমির প্রতি আহ্বান জানিয়েছেন হিলারি।

এর আগে কমি জানিয়েছিলেন, তদন্তকারীরা হিলারির নতুন ই-মেইলের সন্ধান পেয়েছেন। এসব ই-মেইলের সঙ্গে অপ্রাসঙ্গিক ঘটনার যোগাযোগ রয়েছে কীনা তা যাচাই করা হচ্ছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।