ইদলিবের স্কুলে হামলার তদন্ত চান বান কি মুন


প্রকাশিত: ০৭:২০ এএম, ২৯ অক্টোবর ২০১৬

সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত ইদলিব প্রদেশের একটি স্কুলে বুধবার বিমান হামলার ঘটনায় ২২ শিশুসহ ৩৬ জন নিহত হয়েছে। ওই ঘটনার তদন্ত দাবি করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

সিরিয়ার যুদ্ধ পরিস্থিতি আরো ভয়ঙ্কর রুপ নিতে পারে এমন শঙ্কার মধ্যেই ওই ঘটনার তদন্ত চাইলেন জাতিসংঘ মহাসচিব।

বুধবারের ওই হামলার পেছনে রাশিয়া অথবা সিরীয় বাহিনীর হাত থাকতে পারে বলে ধারণা করা হলেও রাশিয়ার তরফ থেকে ওই হামলার দায় অস্বীকার করা হয়েছে।

এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।