নির্বাচনের দিন অনেক স্কুল বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রে


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ২৯ অক্টোবর ২০১৬

সহিংতার আশঙ্কায় এবারের নির্বাচনের দিন যুক্তরাষ্ট্রে অনেক স্কুল বন্ধ থাকবে। যদিও যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে ভোট গ্রহণের রেওয়াজ থাকলেও তা বন্ধ থাকার রেওয়াজ নেই।

তবে এবার অনেক স্কুল কর্তৃপক্ষ ভয় পাচ্ছে ভোটারদের সংখ্যা নিয়ে। আর তাই মূলত ছাত্রছাত্র্রীদের নিরাপত্তার কথা ভেবে তারা চাচ্ছে ভোটের দিন যেন স্কুল বন্ধ থাকে।

আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। ডেমোক্রেট হিলারি ক্লিনটন ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এ নির্বাচনে। নির্বাচনে পরাজিত হলে ট্রাম্প সে ফল নেবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। খোদ ট্রাম্পও এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।