পাকিস্তানের নির্বাচনে মোশাররফ নিষিদ্ধ


প্রকাশিত: ০৫:৩৪ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে সে দেশের সংসদ নির্বাচনে অংশ নেয়ার অযোগ্য ঘোষণা করেছে সিন্ধু প্রদেশের উচ্চ আদালত। শনিবার এ আদেশ দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, সংবিধানে বর্ণিত নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারেননি মোশাররফ। এর আগে ২০১৩ সালের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে মোশাররফের অংশ নেয়ার ওপর বিধিনিষেধ আরোপ করেছিল দেশটির নির্বাচন কমিশন।

২০০৮ সালে ক্ষমতা থেকে সরে দাঁড়িয়ে স্বেচ্ছা নির্বাসনে বিদেশে চলে যান মোশাররফ। কিন্তু ২০১৩ সালের নির্বাচনে অংশ নিতে দেশে ফিরলে বিভিন্ন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এখন তিনি জামিনে আছেন।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।