৪৮ ঘণ্টার মধ্যে পাক দূতাবাস কর্মকর্তাকে ভারত ত্যাগের নির্দেশ


প্রকাশিত: ১০:০১ এএম, ২৭ অক্টোবর ২০১৬

গুপ্তচরবৃত্তি কার্যক্রমে জড়িত সন্দেহে ভারতে নিযুক্ত পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তাকে বহিষ্কার করছে নয়াদিল্লি। দিল্লি পুলিশ বলছে, পাক দূতাবাসের ওই কর্মকর্তাকে ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার পাকিস্তানি ওই কর্মকর্তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে নয়াদিল্লি পুলিশ। একই সঙ্গে পাক ওই কর্মকর্তাকে গুপ্তচরবৃত্তিতে সহযোগিতার অভিযোগে মাওলানা আকরাম ও সুভাষ জাংগীর নামে ভারতীয় দুই নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

ভারতের ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, দেড় বছর ধরে পাকিস্তানি কর্মকর্তাসহ ওই দুই ভারতীয় তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তবে গত ছয় মাস ধরে তারা আমাদের নজরদারিতে ছিল।

পাক রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি

ভারতীয় সেনাবাহিনীর গোপন নথি চুরির অভিযোগে পাকিস্তান হাই কমিশনের ওই কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ। গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক ৩৫ বছর বয়সী ওই কর্মকর্তার নাম মেহমুদ আখতার। পরে দিল্লির কূটনৈতিক এলাকা চানাকিয়াপুরির পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়া হয়েছে। এদিকে, এ ঘটনার পর পাক রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি।

নয়াদিল্লির এক পুলিশ কর্মকর্তা বলেন, মেহমুদ আখতারকে দিল্লির চিড়িয়াখানার কাছে এক ভারতীয় নাগরিকের কাছে থেকে স্পর্শকাতর নথি ক্রয়ের সময় গ্রেফতার করা হয়। গত তিন বছর দিল্লিতে পাক দূতাবাসে কর্মরত আছেন আখতার।

পাকিস্তানের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দেশটির জাতীয় দৈনিক ডন বলছে, মেহমুদ আখতারকে ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ত্যাগের নির্দেশ দিয়েছে নয়াদিল্লি।

এসঅাইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।