৩ মিনিটে ১২২ সেলফি তুলে বিশ্ব রেকর্ড


প্রকাশিত: ০৯:২৮ এএম, ২৭ অক্টোবর ২০১৬

সেলফি তুলে বিশ্ব রেকর্ড গড়ে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন মার্কিন গায়ক, অভিনেতা ও প্রযোজক ডোনি ওয়াহলবার্গ। তিন মিনিটে সর্বাধিক সেলফি তুলে আগের সব রেকর্ড ভেঙেছেন মার্কিন এই অভিনেতা।

ওয়িটিফিডের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রী কিম কার্দিশিয়ান, মাইলি সাইরাস ও কাইলি সাইরাসের মতো তারকাকে পেছনে ফেলেছেন মার্কিন অভিনেতা ডোনি।

donnie

সম্প্রতি মাত্র তিন মিনিটের মধ্যে সর্বোচ্চ সেলফি তুলে আগের সব বিশ্ব রেকর্ড ভেঙেছেন তিনি। তিন মিনিটে ১২২টি সেলফি তোলায় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড তাকে প্রখ্যাত উপাধিতে ভূষিত করেছে।

মার্কিন এই অভিনেতা মেক্সিকোতে একটি সামুদ্রিক জাহাজে এক ইভেন্টের আয়োজন করেছিলেন। সেখানেই তিনি এ রেকর্ড গড়েন। এ সময় ডোনি ওয়াহলবার্গের ৩ হাজারেরও বেশি ভক্ত উপস্থিত ছিলেন।

donnie

গিনেজ বুক ওয়ার্ল্ড রেকর্ড বলছে, গত বছর সবচেয়ে কম সময়ে সর্বোচ্চ সংখ্যক সেলফি তুলে রেকর্ড গড়েছেন ডোনি। মাত্র তিন সেকেন্ডে ১২২ সেলফি তুলেছেন তিনি।

এর আগে ২০১৫ সালে দ্য রক খ্যাত ডোয়াইন জনসন লন্ডনে মাত্র তিন মিনিটে ১০৫ সেলফি তুলে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন ডোনি।

এসঅাইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।