মেক্সিকোতে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১৬


প্রকাশিত: ০১:১৪ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য টামাউলিপাসের আনাহুয়াক শহরে একটি মালবাহী ট্রেন ও বাসের সংঘর্ষে দুই শিশুসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

শুক্রবার স্থানীয় সময় ৫টা ২৫ মিনিটে (২৩:২৫ জিএমটি) ওই দুর্ঘটনা ঘটে। মেক্সিকোর রেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানায়।

রেল কর্তৃপক্ষ জানায়, লেভেল ক্রসিংয়ে লাল বাতি জ্বালিয়ে থামার সংকেত দেয়া হলেও বাস চালক তা অবজ্ঞা করেছিলেন। এতে প্রচণ্ড সংঘর্ষে বাসটির সামনের দিকের অর্ধেকটা দুমড়ে মুচড়ে গেছে।

আনাহুয়াক শহরের মেয়র দেসিদেরিও উরতিয়াগা বলেন, বাস-চালকের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।