তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাবেন হিলারি : ট্রাম্প


প্রকাশিত: ০৪:২২ এএম, ২৬ অক্টোবর ২০১৬

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়া বিষয়ে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের পররাষ্ট্র নীতিবিষয়ক পরিকল্পনা তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাতে পারে। তার মতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সরানোর চেয়ে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের বেশি নজর দেওয়া উচিত। খবর বিবিসির।

সিরিয়ার আকাশে নো ফ্লাই জোনের প্রস্তাব করেছিলেন হিলারি ক্লিনটন। এতে করে রুশ বিমান সেখানে প্রবেশ করতে পারবে না। কিন্তু অনেকের মতে, এর ফলে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘর্ষ তৈরি হবে। এদিকে নির্বাচনী প্রচারণায় হিলারি বলছেন, ট্রাম্প আমেরিকানদের ভয়ের মধ্যে রাখছেন।

এদিকে, ট্রাম্প তার রিপাবলিকান দলকেও আক্রমণ করেছেন। তার প্রার্থীতার বিষয়ে রিপাবলিকানদের মধ্যে ঐক্য নেই বলে তাদের প্রতি অভিযোগ করেছেন ট্রাম্প।

ফ্লোরিডার মিয়ামিতে ন্যাশনাল ডোরাল গলফ রিসোর্টে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যদি আমাদের দলের মধ্যে ঐক্য থাকে তাহলে নির্বাচনে আমরা হিলারির কাছে কখনোই পরাজিত হব না।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।