কানাডায় আট রোগীকে হত্যার দায়ে নার্স গ্রেফতার


প্রকাশিত: ০৩:৫৬ এএম, ২৬ অক্টোবর ২০১৬

কানাডায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা আট রোগীকে হত্যার দায়ে এক নার্সকে গ্রেফতার করেছে পুলিশ। ওনতারিও শহরে হত্যার দায়ে অভিযুক্ত এলিজাবেথ ট্রেসি মে (৪৯) নামের ওই নারীকে মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হয়। ওনটারিওর ওয়েটলফার অব উডস্টক নামের একটি নার্সিং হোমে কর্মরত ছিলেন ট্রেসি মে। খবর বিবিসির।

নার্সের হাতে মারা যাওয়া ব্যক্তিরা প্রত্যেকেই উডস্টকের ক্রেসেন্ট কেয়ারে কমপক্ষে দুইবার দীর্ঘ মেয়াদী চিকিৎসা নিয়েছিলেন। ওই নার্সিং হোম থেকে বছরখানেক আগে অবসর নেন ট্রেসি মে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, নিহতদের প্রত্যেকের শরীরে নির্দিষ্ট পরিমাণে একটি ড্রাগ প্রদান করা হয়েছিল। নিহতদের মধ্যে ৫ জন নারী ও ৩ জন পুরুষ। ওন্টারিও প্রদেশেই নিহতরা সবাই বাস করতেন।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।