ইরাকের মানুষ উদার, চীনারা কৃপণ
সম্প্রতি এক জরিপে বলা হয়েছে, ইরাকের মানুষ অচেনা মানুষের সঙ্গে সবচেয়ে দয়ালু আচরণ করে আর মিয়ানমারের মানুষ সবচেয়ে বেশি দানশীল। তবে চীনকে বিশ্বের সবচেয়ে কৃপন দেশ বলে উল্লেখ করা হয়েছে। খবর বিবিসির।
সিএএফ ওয়ার্ল্ড গিভিং ইনডেক্স গত মাসে বিভিন্ন দেশের মানুষের ওপর জরিপ করেছে। ওই জরিপে দেখা গেছে, ইরাকের প্রতি দশ জন মানুষের মধ্যে আটজনই অপরিচিত লোককে সাহায্য করেন। লিবিয়ার মানুষও অচেনা মানুষকে সাহায্য করার ক্ষেত্রে উদারতার পরিচয় দেয়।
এদিকে, মিয়ানমারের ৯১ শতাংশ মানুষ জনকল্যাণে অর্থ দান করে থাকে। দানশীলতার দিক থেকে দ্বিতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের মানুষ। গত মাসে ৬৩ শতাংশ মার্কিন নাগরিক মানুষকে সাহায্য করতে দান করেন।
মিয়ানমার অবশ্য এ নিয়ে পরপর তিন বার দানশীলতার দিক থেকে প্রথম স্থানে আছে। সেখানে থেরাভেদা বৌদ্ধ ধর্মের অনুসারী মানুষ বৌদ্ধ ভিক্ষুদের সাহায্য করতে যে দান করেন সেটাই এর কারণ বলে মনে করা হয়।
দানশীলতার দিক থেকে ইউরোপে এক নম্বরে আছে ব্রিটেন, মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাত, আফ্রিকায় কেনিয়া এবং লাতিন আমেরিকায় গুয়াতেমালা।
তবে প্রতিটি দেশে মাত্র এক হাজার লোকের ওপর জরিপের ভিত্তিতে এই ফল পাওয়া গেছে। তাই জরিপের ফল নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে স্বীকার করছেন জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান।
ইরাক এবং লিবিয়ায় একদম অপরিচিত মানুষকে সাদরে আতিথেয়তার দেয়ার ঐতিহ্য রয়েছে।
টিটিএন/পিআর