ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ছাতিপট্টি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার সকাল সাড়ে ৯টায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ছাতিপট্টি এলাকায় জনপ্রিয় নামক একটি ফার্মেসি থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক মুজিবুর রহমান চৌধুরী জাগোনিউজকে জানান, খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর, আখাউড়া ও আশুগঞ্জ থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কিছুক্ষণের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে জানান তিনি। তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিশ্চত করে বলেত পারেননি তিনি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ জাগোনিউজকে জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
বিএ/আরআইপি