এবার ইয়েমেনে দূতাবাস বন্ধ করল জার্মানি
এবার ইয়েমেনে দূতাবাস বন্ধ ঘোষণা করল জার্মানি। সানায় অবস্থিত জার্মান দূতাবাস শুক্রবার থেকে বন্ধ ঘোষণা করেছে বার্লিন।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম ডয়েচে ভেলে।
খবরে বলা হয়েছে, চরমপন্থী শিয়া বিদ্রোহী গ্রুপ হুথি জোরপূর্বক সরকার ঘোষণা করায় ইয়েমেনে যে চরম রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে, সেই পরিস্থিতিতে সানায় নিজেদের দূতাবাস বন্ধ ঘোষণা করল জার্মানি।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার থেকে সানায় জার্মান দূতাবাসের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হল। রাষ্ট্রদূত ও দূতাবাসের সবাইকে দেশে ফেরার জন্য নির্দেশ দিয়েছে বার্লিন।
একই দিন শুক্রবার অস্থায়ী কিন্তু অনির্দিষ্টকালের জন্য সানায় নিজেদের দূতাবাস বন্ধ ঘোষণা করেছে ইতালি।
এর আগে নিরাপত্তা ইস্যুতে অনির্দিষ্টকালের জন্য সানায় দূতাবাস বন্ধ করে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য।
হুথি গত সেপ্টেম্বরে রাজধানী সানা দখলে নেয়। ইরান সমর্থিত এ বিদ্রোহী গ্রুপটি সম্প্রতি ক্ষমতা গ্রহণ করে ইয়েমেনে নতুন এক সংবিধানের ঘোষণা দেয়।
এআরএস/এমএস